8:04 PM
0
১৫ অগাস্ট মুক্তি পেতে চলা ছবিটিতে হিন্দু সন্তদের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তুলে ছবিটি নিষিদ্ধ করার দাবি জানাল ‘হিন্দু জনজাগ্রুতি সমিতি’ নামে একটি দক্ষিণপন্থী সংগঠন।
তারা এ ব্যাপারে ফিল্ম সার্টিফিকেশন সেন্সর বোর্ডকে (সিবিএফসি) চিঠি দিয়েছে।
সংগঠনের জাতীয় সম্পাদক রমেশ শিন্দে সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ছবিটির যে ট্রেলার অনলাইনে চলছে, তাতে এক হিন্দু সন্তকে ‘ভিলেন’ হিসাবে দেখানো হয়েছে। এতে আঘাত লেগেছে।
হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে রোহিত শেট্টির ‘সিংঘম রিটার্নস’-এর শুটিং হয়েছে হায়দারাবাদ, মুম্বাইয়ের পাশাপাশি গোয়াতেও।

প্রবল অসন্তোষ জানিয়ে শিন্দে বলেছেন, ট্রেলারে দেখানো হয়েছে যে, পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করা অজয় দেবগন ইউনিফর্ম পরা অবস্থায় মসজিদে প্রার্থনারত। তিনি এক মুসলিম পীরকে স্যালুট করছেন, আর ওই সন্তানকে নিগ্রহের কথা বলছেন এতে হিন্দু ধর্ম সম্পর্কে ভুল ধারনা তৈরি হতে পারে। সুতরাং হিন্দু সন্তকে অপমানের দৃশ্যটি বাদ না দিয়ে ছবিটি রিলিজ করা হলে আমরা দেশজুড়ে বিক্ষোভ দেখাব।

0 comments:

Post a Comment