‘লেইস ফিতা লেইস, চুড়ি ফিতা, রঙিন ফিতা…’- এই গান সজলের মুখে। কোনো
কনসার্টে নয়, ফেরিওয়ালা চরিত্রে অভিনয় করছেন তিনি। এবারই প্রথম তাকে এমন
বেশে দেখা যাবে।
নাটকের নামও ‘ফেরিওয়ালা’।এর চিত্রায়ন চলছে। নাটকটিতে সজলের সহশিল্পী জাকিয়া বারী মম। আগামী কোরবানির ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘ফেরিওয়ালা’।
নাটকটি নিয়ে সজল বাংলানিউজকে বলেন, ‘আমি সবসময়ই ভিন্ন চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে চাই। এবারই প্রথম ফেরিওয়ালা চরিত্রে কাজ করছি। আমার চরিত্রের নাম সাজু। রোমান্টিক ধাঁচের নাটকটির গল্প দর্শককে একঘেঁয়েমি লাগবে না।’
নাটকের নামও ‘ফেরিওয়ালা’।এর চিত্রায়ন চলছে। নাটকটিতে সজলের সহশিল্পী জাকিয়া বারী মম। আগামী কোরবানির ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘ফেরিওয়ালা’।
নাটকটি নিয়ে সজল বাংলানিউজকে বলেন, ‘আমি সবসময়ই ভিন্ন চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে চাই। এবারই প্রথম ফেরিওয়ালা চরিত্রে কাজ করছি। আমার চরিত্রের নাম সাজু। রোমান্টিক ধাঁচের নাটকটির গল্প দর্শককে একঘেঁয়েমি লাগবে না।’
0 comments:
Post a Comment