ডিভোর্সের ইতিহাসে এক নতুন রেকর্ড সৃষ্টি হলো। ৪৫০ কোটি ডলার দিয়ে স্ত্রীকে ডিভোর্স দিতে হয়েছে রাশিয়ার এক বিলিয়নিয়ারকে। মঙ্গলবার ইউএস টুডের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভার একটি আদালত ডিভোর্সি স্ত্রীকে এ পরিমাণ ডলার দিতে তার রুশ স্বামী দিমিত্রি রিবোলোভলেভকে নির্দেশ দিয়েছেন। রিবোলোভলেভ ফ্রান্সের ফুটবল ক্লাব এএস মোনাকোর মালিক।
জেনেভা ট্রাইব্যুনাল অব ফার্স্ট ইন্সট্যান্স রায়ে আরো বলেন, রিবোলোভলেভকে ছেড়ে যাওয়ার পর তার প্রাক্তন স্ত্রী এলিনা রিবোলোভলেভ সুইজারল্যান্ডে তার নামে থাকা ১৩০.৫ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক মূল্যের সম্পত্তির মালিক হবেন।
এ ছাড়া আরো কয়েকটি বাড়ির মালিকও হবেন তিনি। এদিকে এ দম্পতির অ্যানা, একাতেরিনা নামে দুই মেয়ে রয়েছে। এদের জীবনযাপন ব্যয়ও রিবোলোভলেভকে বহন করতে হবে অথবা তাদের জন্য আলাদা করে সম্পত্তি দিতে হবে। রায়ের পর এলিনার সুইস আইনজীবী মার্ক বোন্যান্ট বলেন, ইতিহাসে এত বেশি মূল্যের ডিভোর্সের কথা আর শোনা যায়নি। কিন্তু জানা গেছে এ রায়ের বিরুদ্ধে রিবোলোভলেভ আপিল করতে পারেন।
0 comments:
Post a Comment