এলাকার চেয়ারম্যান রাস্তা সংস্কারে বরাদ্দকৃত টাকা দিয়ে বাড়িতে পোল্ট্রি খামার করেছেন। এক ঘরজামাই যুক্তি আঁটছে শ্বশুরের সম্পত্তি ছিনিয়ে নেয়ার। বখাটে ছেলেটি বিরক্ত করছে কিশোরীকে-সবার জন্য দাওয়াই একটাই, লাঠি। এই আজব লাঠি আছে মোশাররফ করিমের কাছে। আশেপাশে ১০০ হাত সীমানার মধ্যে কোন খারাপ মানুষ থাকলে লাঠি নিজেই শায়েস্তা করে তাকে।
এমন লাঠির অস্তিত্ব বাস্তবে অসম্ভব। কিন্তু থাকলে কি হতো, সেটি দেখানো হয়েছে ‘লাঠি বাবা’ নাটকে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও আছেন অপর্না, ড. ইনামুল হক, আখম হাসান, কাজী উজ্জল প্রমুখ। লিখেছেন ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান।
বিটিভিতে আগামী কোরবানির প্রচার হবে নাটকটি।
0 comments:
Post a Comment